না জেনে ভুল পরছেন না তো? জেনে নিন কখন কোন ধরনের ব্রা পরা উচিত
গরমকালে পোশাক বেছে নেওয়ার সময়ে বেশ সতর্ক থাকা প্রয়োজন। এক্ষেত্রে পোশাকের ফ্যাব্রিকের দিকে নজর রাখার পাশাপাশি অন্তর্বাস বেছে নেওয়ার ক্ষেতেও সতর্ক থাকতে হবে। অন্তর্বাসের ধরন থেকে ফ্যাব্রিক, সব কিছুই মরশুমের সঙ্গে সামঞ্জস্য রেখে হওয়া উচিত। নাহলে ত্বকের নানা সমস্যা বাসা বাধতে পারে।
অতিরিক্ত টাইট ব্রা পরলে ত্বকের ক্ষতি হবে। এমনকী ব়্যাশ, চুলকানিও হতে পারে। তাই নিজের জন্যে উপযুক্ত সাইজের ব্রা বেছে নিন।Super Thin Cool Bra অত্যন্ত পাতলা হওয়ার কারণে বেশি ভালো। ঘাম হলেও তা ত্বকে জমে না , সেদিকে খেয়াল রাখুন।